উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। রাজবাড়ী জেলা সদর ও কালুখালীর বিভিন্নিস্থানে অভিযন চালিয়ে ৫৯৮ পিস ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজবাড়ী ডিবি পুলিশ।১০ মার্চ-১৯ রবিবার সকাল ১১.টার দিকে এ তথ্য জানান ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার হুগলাডাঙ্গী এলাকার জয়নাল শেখের ছেলে মান্নান শেখ (২৪) কে ৪৫ পিস, মহিষবাথান এলাকার মফিজ শেখের ছেলে আরশাদ শেখ (১৯) কে ১৪ পিস, একই এলাকার মজিদ মোল্লার ছেলে নয়ন মোল্লা (২০) কে ১৫ পিস, ২৮ কোলনী এলাকা থেকে গোলাম কাদেরের ছেলে পাপ্পু (২৪) কে ২১ পিস ও কালুখালীর কাটাবাড়ীয়া এলাকার কোরবান শেখের ছেলে শাহিন শেখ (২৪) কে ৪৫০ পিস।
এ বিষয়ে, জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ কামাল হোসেন ভূইয়া জানান, পুলিশ সুপারের নির্দেশানায় গত শনিবার দিবাগত রাতে রাজবাড়ী সদর ও কালুখালী উপজেলার বিভিন্নস্থানে পৃথক অভিযান চালিয়ে ইয়াবানহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।