আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খানখানাপুর তমিজউদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ ,৯ মার্চ, ২০১৯ | আপডেট: ১১:৫৯ অপরাহ্ণ ,৯ মার্চ, ২০১৯
খানখানাপুর তমিজউদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীর খানখানাপুর তমিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া  প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৯ মার্চ-১৯ শনিবার দুপুর ১২.টার দিকে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জাতীয় সংঙ্গীত ও দেশাত্ববোধক গানের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট ও ব্যাজ পড়িয়ে দেওয়া হয়।

এতে খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিউল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের (৫বার) এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারমান ফকির আব্দুল জব্বার, মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ডায়াবেটিক এসোসিয়েশনের সাধারন সম্পাদক প্রফেসর আব্দুস সামাদ শেখ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমূখ।

আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পড়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments

comments