আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ ,৫ মার্চ, ২০১৯ | আপডেট: ৯:০৪ অপরাহ্ণ ,৫ মার্চ, ২০১৯
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম ওরফে এ.বি.এম নুরুল ইসলাম।
গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতায় অবতীর্ণ জাতীয় পার্টির প্রার্থী হামিদুল হক বাবলু ৪ মার্চ-১৯ সোমবার বিকেলে তার প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় চেয়ারম্যান পদে একক প্রার্থী বহাল রয়েছে।

আগামী ৭ মার্চ প্রত্যাহারের দিন নির্ধারণ ছিল এবং পরদিন ৮ মার্চ প্রতীক বরাদ্দ হওয়ার কথা। কিন্তু চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় তার নির্বাচিত হওয়ার বিষয়টি এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।
রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু জানান- মহাজোটের শরীক হিসেবে স্থানীয় রাজনীতিতে সহাবস্থান বজায় রাখতে তারা প্রত্যাহার করেছেন।
তবে নির্বাচন কর্মকর্তা বরাবর স্বাক্ষরিত প্রত্যাহার পত্রে শারিরীক ও ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির প্রার্থী হামিদুল হক বাবলু।
এদিকে দলীয় প্রার্থীতা আহবান করা হলে আওয়ামীলীগ থেকে বেশ ক’জন প্রার্থী আবেদন করেন।  এতে

এদিকে, চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে উপজেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহন করার জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান হতে পদত্যাগ করেন।গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ পদত্যাগপত্র জমা দেন।অবশেষে নুরুল ইসলাম মন্ডল মনোনয়ন পেলেন না।পরবর্তীতে কেন্দ্র থেকে মনোনয়ন পান মোঃ নুরুল ইসলাম।

Comments

comments