আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় বোডিং থেকে পাংশার যুবকের লাশ উদ্ধার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ ,২৮ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ১০:৫৫ অপরাহ্ণ ,১ মার্চ, ২০১৯
দৌলতদিয়ায় বোডিং থেকে পাংশার যুবকের লাশ উদ্ধার

গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা।। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকার মোল্লা বোডিং নামের একটি আবাসিক হোটেল থেকে ২৮শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে এক যুবকের লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।তবে কি ভাবে মারা গেছে তা জানাযায়নি।

উদ্ধারকৃত মৃত ব্যাক্তির নাম, রোকন উদ্দিন (৩০)।সে রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৪-নং ওয়ার্ডের নারায়নপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

এ প্রসঙ্গে, গোয়ালন্দ ঘাট থানার এসআই শহর আলী জানান, দৌলতদিয়া রেলস্টেশন এলাকার রফিকুল ইসলামের মালিকানাধীন মোল্লা বোডিংয়ে বৃহস্পতিবার দুপুরের পর রোকনের মৃতদেহ পড়ে থাকতে দেখে বোডিং কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

তিনি আরো জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরীতে দেখা যায়, মৃতব্যাক্তির শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ প্রসঙ্গে, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. এজাজ শফী বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মৃতব্যাক্তি নেশাগ্রস্থ ছিল। মৃতব্যাক্তির স্বজন ও সংশ্লিষ্ট অন্যান্যদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments

comments