দৌলতদিয়া ফেরি থেকে জনতা কতৃক এক ছিনতাইকারী আটক
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ ,২৭ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ১০:৪১ অপরাহ্ণ ,১ মার্চ, ২০১৯
গোয়ালন্দ সংবাদদাতা।। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ইউটিলিটি ফেরি শাপলা-শালুক থেকে আঃ রহমান (৩৪) নামে এক ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেছে ফেরির যাত্রীরা। সে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার নেহালপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, ২৭শে ফেব্রুয়ারি-১৯ বুধবার সকালে ইউটিলিটি ফেরি শাপলা-শালুক পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। ফেরিটি দৌলতদিয়া ঘাটে পৌছানোর আগ মুহুর্তে এক যাত্রীর ল্যাপটপসহ অন্যান্য মালামাল ছিনতাই করে পালানোর চেষ্টা করে আটককৃত আঃ রহমান। এসময় ফেরির অন্যান্য যাত্রীরা উদ্যোগ নিয়ে অল্প সময়ের মধ্যেই ওই ছিনতাইকারীকে আটক ও খোয়া যাওয়া মালামাল উদ্ধার করে দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত পুলিশের হাতে তুলে দেয়। পরে আটককৃত ছিনতাইকারীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত ২ মাসের কারাদন্ডের আদেশ দেয়।