গাজাসহ আটকের পর ভ্রাম্যমান আদালতে ২ বছরের জেল
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ ,২৬ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ৯:১৮ অপরাহ্ণ ,২৬ ফেব্রুয়ারি, ২০১৯
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ ,২৬ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ৯:১৮ অপরাহ্ণ ,২৬ ফেব্রুয়ারি, ২০১৯
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২৬ ফেব্রুয়ারি-১৯ মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন হাজী শরীয়তউল্ল্যাহ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজা সহ মোঃ লালু শেখ (৩৩) কে হাতেনাতে আটক করেছে।
আটককৃত, ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার বিলমামুদপুর গ্রামের সোহেল শেখের ছেলে।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত আটক আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ এর ১৯(ক) ধারা মোতাবেক ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।এবং ফরিদপুর জেল কারাগারে হস্তান্তর করা হয়।