আজ : বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাংশা উপজেলায় আ.লীগ মনোনিত প্রার্থী আরুজ ও সতন্ত্র প্রার্থী ওদুদ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ ,২৫ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ৭:৩৬ অপরাহ্ণ ,২৬ ফেব্রুয়ারি, ২০১৯
পাংশা উপজেলায় আ.লীগ মনোনিত প্রার্থী আরুজ ও সতন্ত্র প্রার্থী ওদুদ

উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে- রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ দলীয় নেতাকর্মীদের নিয়ে ২৫ ফেব্রুয়ারি-১৯ সোমবার দুপুরের দিকে সহকারী রির্টানিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ সময়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, সহ-সভাপতি ডাঃ এ.এফ এম শফিউদ্দিন পাতা, জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, মৌরাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক উপস্থিত ছিলেন।

একই দিন, পাংশা উপজেলা চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী হিসাবে সহকারী রির্টানিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। এ সময়, যশাই ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমানসহ কর্মীগন উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বলেন, এ নির্বাচনে আমি সতন্ত্র প্রার্থী হিসাবে মনোয়নপত্র জমা দিয়েছি। আমি বিগত ৫ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে মানুষের সেবা করেছি। তিনি পাংশা উপজেলা বাসির দোয়া কামনা করেন।

উল্লেখ্য, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে আগমী ২৪ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২৭ উপজেলায়।

Comments

comments