আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২টি পদ্মা সেতু, ১টি অডিটরিয়াম নির্মানের দাবি জানালেন রাজবাড়ীর কাজী কেরামত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ ,২৫ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ১১:৩১ অপরাহ্ণ ,২৫ ফেব্রুয়ারি, ২০১৯
২টি পদ্মা সেতু, ১টি অডিটরিয়াম নির্মানের দাবি জানালেন রাজবাড়ীর কাজী কেরামত

উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীতে ২টি পদ্মা সেতু, ১টি অডিটরিয়াম, ৫টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তিকরণ, গোয়ালন্দ মোড় থেকে পাংশা পর্য়ন্ত ফোরলেন মহাসড়কের কাজ দ্রুতকরণ ও দেশের প্রত্যেকটি স্কুলে কারিগড়ি শিক্ষা চালু করার জোড় দাবি জানালেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আরহাজ্ব কাজী কেরামত আলী।

জনগনের আস্থা আছে আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগের সময় উন্নয়ন হয়, কারন আওয়ামী লীগ কথায় যা বলে, কাজেও তাই করে। বিএনপির সময় তারা উন্নয়নের কথা বলতো কিন্তু কাজ করতোনা। এটাই ছিল আমাদের সাথে তাদের তফাৎ। কৃষিতে রাজবাড়ী জেলায় খাদ্য ঘাটতি উদৃত্বি হয়েছে, রাজবাড়ী জেলার কৃষকরা খুশি, কারন তারা কিটনাশক ঔষধ পায়, বীজ পায়, সার পায়, যার জন্য কৃষিতে আজ আমার সয়ং সম্পন্ন।

২৫শে ফেব্রুয়ারি-১৯ সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের প্রথম অধিবেশনের বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এ কথা বলেন।

বিদ্যুৎ প্রসঙ্গে কাজী কেরামত আলী বলেন,- বিদ্যুতের ক্ষেত্রে  ১০/১২ দিন আগে আমাদের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুত উদ্বোধন করেছেন। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা শতভাগ বিদ্যুতের আলোতে আলোকিত হয়েগেছে। বিএনপি সরকারের সময় হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে।

৭০ ভাগ কারিগড়ি শিক্ষা চালুর দাবি জানিয়ে কাজী কেরামত আলী বলেন, আজকে শিক্ষার মান বেরেছে। চলমান গতনুগতিক শিক্ষা ব্যাবস্থা কমিয়ে দিয়ে কারিগড়ি শিক্ষা ব্যাবস্থা চালু করতে হবে, বিএ পাশ করে, এমএ পাশ করে চাকরী নাই। কারিগড়ি শিক্ষা ব্যাবস্থায় চাকরী না পেলেও হাতের কাজ করেও জীবন চলার পথ তৈরী করতে পারবে, কেউ বেকার থাকবে না। বিদেশে ৭০ ভাগ কারিগড়ি শিক্ষা ব্যাবস্থা।দেশ কে এগিয়ে নিতে হলে কারিগড়ি শিক্ষার কোন বিকল্প নাই। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল কারিগড়ি শিক্ষা ব্যবস্থা চালু করা। আমার প্রস্তাব হলো, প্রতিটি স্কুলে অন্তত দু’টি করে (Trade) ট্রেডের উপরে কারিগড়ি শিক্ষা চালু করা উচিৎ।

শিক্ষা প্রতিষ্ঠানেরর এমপিওভূক্তীর দাবি নিয়ে তিনি বলেন-  আমার এলাকায় এখনো শিক্ষা প্রতিষ্টান আছে তারা এমপিওভূক্ত হতে চায়। এখনো অনেক শিক্ষক আছে তারা ১৫/২০ বছর ধরে বেতন পায়না, সারা দেশেই এমন আছে। সে কারনে আমার নির্বাচনি এলাকাকায় যা দেওয়া আছে তার সাথে আরো এক্সটেনশন করে কম পক্ষে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হোক।

অডিটরিয়াম নির্মান প্রসঙ্গে কাজী কেরামত আলী বলেন,- আমাদের রাজবাড়ী শহর রেলের শহর, রাজবাড়ীতে যত জায়গা জমি আছে সবই রেলের জায়গা। আমাদের একটা ভাল অডিটরিয়াম নাই, আমাদের দির্ঘ্যদিনের প্রত্যাশা একটা অডিটরিয়াম দরকার, স্থানীয় সরকার মন্ত্রনালয় বলে টাকা দিয়ে জমি কিনতে হবে। আমাদের টাকা কোথায় ? জেলা পরিষদের পক্ষ থেকে যে প্রকল্প গ্রহনের ব্যাবস্থা করা হয়েছে, জেলা পরিষদের টাকা নাই, জমি কিনতে পারেনা। বিগত সরকারের সময় এই সংসদে মাননীয় প্রধানমন্ত্রী রেলমন্ত্রী মহদয়কে বলেছিলেন, রাজবাড়ীতে রেলেরে একটা অডিটরিয়াম আছে পুরাতন, সেটা ভেঙ্গে একটা অডিটরিয়াম করার জন্য। অডিটরিয়ামটা হলে সেটা ভাড়া দিয়ে রেলেওে ইকাম ব্যাবস্থা হবে পাশাপাশি রাজবাড়ী বাসির দির্ঘদিনের প্রত্যাশা পূরন হবে। সেই জন্য আমি রেল মন্ত্রীকে ডিও লেটার দিয়েছি অডিটরিয়ামটা করার জন্য।

২টি সেতু নির্মান নিয়ে কাজী কেরামত আলী বলেন- দৌলতদিয়-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু ও পাবনা নাজিরগঞ্জ-জৌকুড়া সেতু নির্মানের দাবি জানিয়ে বলেন, এই সেতুগুলো হলে যোগাযোগ ব্যাবস্থা উন্নত হবে। দেশের উন্নয়ন কাজগুলো পরিকল্পিত ভাবে করলে সিঙ্গাপুরের মতো উন্নত হবে বলে আমি মনে করি। এই কারনে সেতু দু’টি করার দাবি জানাই।

এছাড়াও কাজী কেরামত আলী আরো বলেন, রাজবাড়ীতে নদী ভাঙ্গন রোধে সাড়ে ৩ কিলোমিটার এলাকায় নদী শ্বাষনের কাজ চলছে। এছাড়াও, গোয়ালন্দ মোড় থেকে পাংশা পর্য়ন্ত ফোরলেনের কাজ চলছে, অত্যান্ত ধির গতিতে চলছে, জনগনের দূর্ভোগ বাড়ছে, বৃষ্টির সিজেনে কাজ করা সম্ভব হবেনা, সে কারনে আমি ঠিকাদার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষন করছি কাজটা দ্রুত করার জন্য।

Comments

comments