নিজস্ব প্রতিনিধি।। রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মজনু’র বিরুদ্ধে জেলা পরিষদের গাছ কাটা, প্রকল্পের টাকা আত্নসাৎ, ঘুষ আদায় ও স্বেচ্ছাচারিতা সহ অভিযোগ অভিযোগ পাওয়া গেছে।
২৪শে ফেব্রুয়ারি-১৯ রবিবার দুপুরে রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত ওই অভিযোগ করেছেন, মজনু’কে জেলা পরিষদের সদস্য হিসেবে ৩৯টি ভোট দিয়ে নির্বাচিত করা জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী, মদাপুর ও মৃগী ইউনিয়নের ৩০ জন ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা।
মাঝবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম ও ১২ জন মেম্বার, মদাপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম মৃধা ও ৯ জন মেম্বার এবং মৃগী ইউনিয়নের ৯ জন মেম্বার স্বাক্ষরিত ওই অভিযোগ পত্রে বলা হয়েছে যে, তারা ওই সব ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি। মিজানুর রহমান মজনু তাদের ভোটে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচিত হবার পর মজনু নানা প্রকার স্বেচ্ছাচারিতা, জেলা পরিষদের রাস্তার গাছ কর্তন, কাজ না করে প্রকল্পের অর্থ আত্নসাৎ, নানা প্রলোভনে ঘুষ আদায়সহ কারও সাথে আলোচনা ব্যতিরেকে নির্দিষ্ট একটি গ্রামে সকল প্রকল্প গ্রহণ করেছে। তার ভয়ে এলাকায় কেউ কথা বলতে পারে না। তাই তারা এ অবস্থার পরিবর্তন চান।
রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও জেলার কালুখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মজনু জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো সত্য নয়। আর ৩৯ জনের মধ্যে ৩০ জন ভোটার তার বিরুদ্ধে অভিযোগ তোলায় তিনি বিচলিতও নন। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার জানান, অভিযোগ পত্রটি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রদান করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ তিনিই গ্রহণ করবেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।