গোয়ালন্দে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ ,২৪ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ২:৫৫ অপরাহ্ণ ,২৫ ফেব্রুয়ারি, ২০১৯
গোয়ালন্দ সংবাদদাতা।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোমলমতি শিশুদের অংশগ্রহনে গোয়ালন্দে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কোমলমতি শিশুদের হাতের রংতুলির আঁচড়ে কাগজের শুভ্র পৃষ্ঠায় ফুটে উঠুক ৬৮ হাজার গ্রাম বাংলার চিত্র’ এই প্রয়াসে ২৪শে ফেব্রুয়ারি-১৯ রোববার গোয়ালন্দ শিল্পী সংঘের আয়োজনে গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব চত্ত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে- ক্ষুদে শিল্পীদের চিত্রাঙ্কন শেষে বিজয়ীদেরর মাঝে পুরুষ্কার বিতরণে অংশগ্রহন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আঃ মালেক, কামরুল ইসলাম মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হিরা, আওমীলীগ নেতা সোহরাব হোসেন গেদু, মোস্তফা মেটাল ইন্ড্রাঃ লিঃ এর পরিচালক সেলিম মুন্সি, গোয়ালন্দ শিল্পী সংঘের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সালু প্রমুখ। এতে সভাপতিত্ব করেন গোয়ালন্দ শিল্পী সংঘের সভাপতি অপূর্ব সাহা দ্বিজেন।