ঢাকা চকবাজারের কেমিক্যাল গোডাউনে অগ্নিকান্ড
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ ,২২ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ৯:১৪ অপরাহ্ণ ,২৪ ফেব্রুয়ারি, ২০১৯
স্টাফ রিপোর্টার।। রাজধানীর চকবাজার এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুড়ে যাওয়া লাশগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
লাশের খোঁজে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। স্বজনদের আহাজারিতে সেখানে আকাশ-বাতাস ভাড়ি হয়ে উঠেছে।
২০ শে ফেব্রুয়ারি-১৯ বৃহস্পতিবার রাতে ওই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর রাত ৩.টায় রাজধানীর চকবাজার এলাকায় কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। অগ্নিদগ্ধ কমপক্ষে ৪০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ জানান, ইতিমধ্যে ওই এলাকায় ফায়ার সার্ভিসের একটি অস্থায়ী কমান্ডপোস্ট বসানো হয়েছে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ পর্যন্ত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট কাজ করেছে।