গোয়ালন্দ কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে সার-বীজ বিতারন
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ ,২০ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ১০:৪৯ অপরাহ্ণ ,২০ ফেব্রুয়ারি, ২০১৯
গোয়ালন্দ সংবাদদাতা।। কৃষিতে সমৃদ্ধিশালী দেশ গড়তে রবি খরিপ-১/২০১৮-১৯ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাজবাড়ীর গোয়ালন্দে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে মূগ ও তিল বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
২০শে ফেব্রুয়ারী-১৯ বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ২৪০ জন কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার শিকদার মুহাঃ মোহায়মেন আক্তারের সভাপতিত্বে সার-বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুনসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ বিতরনী অনুষ্ঠানে, উপজেলা কৃষি অফিসার শিকদার মোহায়মেন আক্তার উপস্থিত উপকারভোগী কৃষকদের মুগ ও তিল চাষ সম্পর্কে পরামর্শ দিয়ে বলেন, বিনামূল্যে সরবরাহ করা এই বীজ গুলো খুবই উন্নতমানের।সাধারন বীজের চেয়ে এই বীজ দিয়ে কৃষকরা কম সময়ে বেশী লাভবান হবে।