নিজস্ব প্রতিনিধি।। ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী এক দম্পত্তিকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী জেলা শহরের লোকসেড এলাকার মৃত মোস্তফা সেখের ছেলে সাকিল শেখ (২৪) এবং সাকিলের স্ত্রী কাজলী বেগম (২২)।
গোপন সংবাদের ভিত্তিতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খানের নেতৃত্বে উক্ত অধিদপ্তরের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে ১৯শে ফেব্রুয়ারী-১৯ মঙ্গলবার বিকালে জেলা শহরের ভকেশনাল রোডে অবস্থিত এনামুলের বাড়ীর ভাড়াটিয়া সাকিল সেখের ঘর থেকে বস্তা বন্দি অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে সাকিল ও তার স্ত্রী কাজলীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এনামুল হক বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানাগেছে।
উল্লেখ্য, সাকিলের বিরুদ্ধে আরো ৪/৫টি মাদক মামলা রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।