গোয়ালন্দে গাদু মাতবর সাহেবের ৫৪ তম ওরস অনুষ্ঠিত
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ ,১৭ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ৯:১৫ অপরাহ্ণ ,১৯ ফেব্রুয়ারি, ২০১৯
গোয়ালন্দ প্রতিনিধি।। মরহুম আলহাজ্ব গাদু মাতবর সাহেবের ৩ দিন ব্যাপী পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত ওরস উদযাপন পরিচালনায় ছিলেন মোঃ মসিউর রহমান মুসা মাস্টার। প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মন্ডল।
এই ওরসকে ঘিরে মাজার শরীফ এলাকায় নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।মাজার প্রাঙ্গণে লাগানো হয়েছে বাড়তি সাজসজ্জা। শান্তিপূর্ণভাবে ওরস মোবারক সম্পন্ন করতে প্রশাসন, মাজার কর্তৃপক্ষ ও ওরস পরিচালনা কমিটি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
মাজার সংশ্লিষ্টদের সাথে কথা বলে এ তথ্য পাওয়া যায়। শনিবার রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইতিমধ্যেই মাজারের আশপাশ এলাকাজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরা কাঠের আসবাবপত্র সহ বিভিন্ন রকমারি খাবার ও খেলনা সামগ্রীর দোকানপাট খুলেছেন। ওরস এর শেষ দিন থাকলেও মাজার প্রাঙ্গণে ক্রেতা ও দর্শনার্থীদের ও ভক্ত-বৃন্দের সংখ্যা ছিল অনেক।আগত নানা বয়সী দর্শনার্থীদের নাগরদোলায়ও চড়তে দেখা যায়।১৭ ফেব্রুয়ারি রবিবার বাদ ফজর আখেরী মোনাজাত অনুষ্টিত হবে এবং শিরনী বিতরনের মাধ্যমে ওরস মোবারকের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে।