আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পলিথিন পরিবহণ করার অপরাধে ঈগল পরিবহণের সুপারভাইজার আটক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ ,১৭ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ১০:৩৪ অপরাহ্ণ ,১৭ ফেব্রুয়ারি, ২০১৯
পলিথিন পরিবহণ করার অপরাধে ঈগল পরিবহণের সুপারভাইজার আটক

স্টাফ রিপোর্টার।। পলিথিন পরিবহণ করার অপরাধে ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহণের সুপারভাইজার মোঃ মানিক হাওলাদার (৩৪) কে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।এ সময় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৩০০ কেজি পলিথিন উদ্ধার করা হয়েছে।

উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ১৭ ফেব্রুয়ারি-১৯ রবিবার সন্ধ্যা ৬.টার দিকে মাদারীপুর সদর থানাধীন মোস্তফাপুর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক ব্যাক্তি, বরিশাল জেলার উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের মোঃ হায়দার আলী হাওলাদারের ছেলে।

আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রেকসোনা খাতুন, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর এর উপস্থিতিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) সালের ৬(ক) ধারা মোতাবেক ৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত পলিথিন সমূহ পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর এর নিকট হস্তান্তর করা হয়।

Comments

comments