ডেস্ক নিউজ।। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন শিক্ষার্থীদের ল্যাবরেটরিতে হাতে কলমে শেখাতে না পারলে শুধু বই পড়ে কম্পিউটারের ব্যবহার এবং ডিজিটাল সেবার বিষয়টি আয়ত্ত্ব করা সম্ভব নয়। সে কারণেই সরকার ইতিমধ্যে লক্ষাধিক ল্যাব স্থাপন করেছে।
অল্প দিনের মধ্যে দেশে কম্পিউটার ল্যাবরেটরি ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না বলেও মন্ত্রী সংসদকে জানিয়েছেন।
বুধবার নিজ মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রশ্নোত্তরে সরকারি দলীয় সংসদ সদস্য জহিরুল হক মোহনের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, খুব তাড়াতাড়ি টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে আরও সাড়ে ২৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাবরেটরি স্থাপনের কাজ শুরু করা হবে। ২০২৩ সালের মধ্যে এ কাজ শেষ হবে বলে জানান তিনি।
এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবেন, যাতে একই প্রতিষ্ঠানে ল্যাব স্থাপনের কাজে উভয় মন্ত্রণালয় সংশ্লিষ্ট না থাকে বলে উল্লেখ করেন মোস্তফা জব্বার।
অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি কোনো ব্যক্তি বিশেষ বা প্রতিষ্ঠানের কাছে দেওয়া হয়নি যাতে তাদের কাছ থেকেই সবাইকে সেবা নিতে হয়। ’এটি রাষ্ট্রের সম্পদ এবং জনগণই এর মালিক।’
মন্ত্রী বলেন, এটা ঠিক অনেক দরিদ্র শিক্ষার্থী ল্যাবরেটরির বাইরে আর কম্পিউটার ছুয়েও দেখতে পারেন না। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় যদি কিছুটা ছাড়ের ব্যবস্থা করে তাহলে শিক্ষার্থীরা কিস্তিতে বা কম দামে ল্যাপটপ বা কম্পিউটার পেতে পারে।
মন্ত্রী বলেন, দেশেই এখন কম্পিউটার এবং ল্যাপটপের উৎপাদন শুরু হয়েছে। এখন সরকারের দিক থেকে যদি কিছুটা ভর্তূকি আসে তাহলে এসব প্রযুক্তি পণ্যের দাম অনেক কমিয়ে দেওয়া সম্ভব হবে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।