উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খানের নেতৃত্বে ১১ই ফেব্রুয়ারী-১৯ দিবাগত রাত ১.টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীতে অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বব্যবসায়ী রশিদ মন্ডল (৪৬) কে গ্রেফতার করেছে উক্ত কার্যালয়ের একটি অভিযানিক দল।
আটককৃত ব্যাক্তি, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আইনদ্দিন পাড়া গ্রামের আজগড় মন্ডলের ছেলে।
এ ঘটনায়, সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান জনান- রশিদ মন্ডল নিষিদ্ধ পল্লীর টিকেট চেকার এবং সে এ পেশার আড়ালে গোপনে দীঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন।এ অভিযান অব্যাহত থাকবে।
তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।