আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ডা.হান্নানসহ দুই জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ ,১১ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ৯:৪৬ অপরাহ্ণ ,১৪ ফেব্রুয়ারি, ২০১৯
রাজবাড়ীতে ডা.হান্নানসহ দুই জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

রাজবাড়ী প্রতিনিধি।। ২০১৬ সালের ৮ এপ্রিল রাজবাড়ীতে ভূল অপারেশনে রোগী মৃত্যুর ঘটনা মামলায় ডা. এসএম এ হান্নান ও বেসরকারী ক্লিনিক রাজবাড়ী মেডিকেল সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক জেমস হালদারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।

এ ঘটনার আড়াই বছর পর ১০ ফেব্রুয়ারী-১৯ সোমবার দুপুরে রাজবাড়ীর ১ নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান খায়রুল্লাহ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এ্যাড. বিপ্লব কুমার রায় তার ভাই বিশ্বজিৎ রায়ের অন্ডকোষের হার্নিয়া অপারেশনের সময় ভূল অপারেশন করায় রোগীর মৃত্যুর ঘটনায় ২০১৬ সালের ১৩ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পিবিআই ফরিদপুরের উপ পুলিশ পরিদর্শক একেএম গোলাম কিবরিয়া তদন্ত শেষে রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম এ হান্নান ও রাজবাড়ী মেডিকেল সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক জেমস হালদারকে অভিযুক্ত করে একটি প্রতিবেদন দাখিল করেন। ধার্য্ তারিখে প্রতিবেদনের শুনানী শেষে বিজ্ঞ আদালত এ আদেশ দেন।
মামলার বাদী এ্যাড. বিপ্লব রায় জানান, ২০১৬ সালের ৮ এপ্রিল তার ভ্রাতা হার্নিয়া অপারেশনের জন্য সদর হাসপাতালে ভর্তি হন। কিন্ত ডা. এসএম এ হান্নান নিজে ডিগ্রিধারী সার্জন না হয়েও তাদেরকে প্রভাবিত করে ওই দিনই রাজবাড়ী মেডিকেল সেন্টারে নিয়ে আসেন। সেখানে টাকার বিনিময়ে অপারেশনের পর রোগীর অবস্থা আশংকাজনক হলে পরদিন ঢাকায় রেফার্ড করেন। মুমুর্ষ অবস্থায় রোগীকে ঢাকায় নেওয়ার পথে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকায় তার মৃত্যু হয়।

Comments

comments