রাজবাড়ী ডিবি কতৃক ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ ,৭ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ৮:২২ অপরাহ্ণ ,৯ ফেব্রুয়ারি, ২০১৯
উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। ১৬৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৭ই ফেব্রুয়ারী-১৯ বৃহস্পতিবার সন্ধ্যায় দিকে রাজবাড়ী সদর উপজেলার জয়রামপুর ও রূপপুর (শহীদ ওহাবপুর) অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সোনাউল্লার পাড়া গ্রামের আজিজুল মন্ডলের ছেলে সোহাগ মন্ডল (২৫) ও রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষীপুর গ্রামের কেতু খাঁর ছেলে বাবু খাঁ (২৬)।
ডিবি পুলিশের ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭.টার দিকে রাজবাড়ী সদর উপজেলার জয়রামপুর ও রূপপুর (শহীদ ওহাবপুর) অভিযান চালিয়ে সোহাগ ও বাবুকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধেই একাধিক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।