ফেসবুকে মৃত্যুর গুজব,-ইমরান এইচ সরকারসহ ২৫টি অ্যাকাউন্ট সনাক্ত
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ ,১০ এপ্রিল, ২০১৮ | আপডেট: ৭:২১ অপরাহ্ণ ,১০ এপ্রিল, ২০১৮
নিউজ ডেস্ক ।। স্ট্যাটাস দিয়ে মৃত্যুর গুজব ছড়ানোর জন্য গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করেছে পুলিশের সাইবার ক্রাইম টিম । সেই সাথে উসকানিমূলক পোস্ট দেয়ায় আরো ২০-২৫টি অ্যাকাউন্ট ও পেজও শনাক্ত করা হয়েছে ।
সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা আটকিয়ে আগুন জ্বালায় আন্দোলনকারীরা । এসময় পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের । ওই ঘটনায় আহত হয় বেশ কিছু আন্দোলনকারী ।
এই ঘটনাকে কেন্দ্র করে, গনজাগরন মঞ্চের ডাঃ ইমরান এইচ সরকার ( Dr. Imran H Sarker) তার ফেসবুক আইডিতে লিখে জানিয়েছিলেন-পুলিশের গুলিতে আহত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এ বি সিদ্দিক কিছুক্ষণ আগে মারা গেছেন ।(ইন্নানিল্লাহে……..রাজিউন)। ছি! আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? ন্যায্য কথা বলতে এসে ছাত্ররা এভাবে পুলিশের গুলি খেয়ে মরবে?)
এমন স্ট্যাটাস দিয়ে মৃত্যুর গুজব ছড়ানোর জন্য গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করেছে পুলিশের সাইবার ক্রাইম টিম । ইমরানের অ্যাকাউন্টের সঙ্গে আরো ২০-২৫টি অ্যাকাউন্ট ও পেজও সনাক্ত করা হয়েছে; যেগুলো থেকে ফেসবুকে মৃত্যুর গুজব ছড়ানো ও আন্দোলনে উসকানি দেয়া হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে ।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে এসব তথ্য পাওয়া গেছে । সূত্রটি বলছে, ইমরানের অ্যাকাউন্ট থেকে একাধিক স্ট্যাটাস দেয়া হয়েছে । এক শিক্ষার্থীকে পুলিশ হত্যা করেছে বলেও ইমরানের অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় । পরে ওই শিক্ষার্থীই জানান, তিনি বেঁচে আছেন ।
পুলিশ বলছে, আবু বক্কর সিদ্দিকি নামে আহত এক শিক্ষার্থীর অজ্ঞান অবস্থার ছবি তুলে তার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ানো হয় ।
সূত্র বলছে, মৃত্যুর গুজব সবচেয়ে বেশি ছড়ানো হয়েছে ইমরান এইচ সরকারের ভেরিফায়েড পেজ থেকে। পেজটিতে সাড়ে ১৪ লাখের বেশি লাইকার রয়েছেন ।
ইমরান এইচের বিরুদ্ধে মামলা হলে তিনি গ্রেফতার হতে পারেন বলেও জানিয়েছে সূত্রটি ।
এসব বিষয়ে জানতে পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, ‘মৃত্যুর গুজব ও উসকানিমূলক পোস্ট দেয়া ২০-২৫টি অ্যাকাউন্ট সাসপেক্ট করা হয়েছে ।’