নিজস্ব প্রতিনিধি।। সকালে জানাযায়, রাজবাড়ী জেলা শহরের চিত্রা হলের সামনে প্রধান সড়ক সংলগ্ন চিত্রা মার্কেটের "ইভা সাইকেল ষ্টোর" নামক এক দোকানে ২ফেব্রুয়ারী-১৯ শনিবার রাতে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের অনেকগুলো ভারী তালা ভেঙ্গে অনেক টাকার মালামাল নিয়ে গেছে চোর।চোরে ক্ষতি সাধন করেছে আরো লক্ষাধিক টাকার ব্যাবহৃত মালামাল।খবর পেয়ে রাজবাড়ীর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে এবং চুরির ঘটনা উদঘাটনে বেশ তৎপর রয়েছে পুলিশ।
এ ঘটনা প্রসঙ্গে, "ইভা সাইকেল ষ্টোর"এর মালিক মোঃ ইলিয়াস মন্ডল ‘জনতার মেইল.কম’কে বলেন যে- আজ ভোর পৌনে ৪.টার দিকে একজন পুলিশ মোবাইল ফোনে আমাকে দোকান চুরির ঘটনা জানায়।খবর পেয়ে দোকানে এসে দেখি দোকানে চুরি হয়েছে।
তিনি আরো বলেন, দোকানের কেসি গেট ও সার্টারে লাগানো ১৭টি ভারী তালা কেটে/ভেঙে ৫০ কার্টুন ব্যাটারী, যার মূল্য ৯ লাখ টাকা।পার্সের কার্টুন ৬/৭ টা, যার মূল্য ২ লাখ টাকা।সব মিলিয়ে প্রায় ১১ লাখ টাকার মালামাল চোরে নিয়ে গেছে । দোকানে ব্যবহৃত ১টি টিভি, সিসি ক্যামেরা সহ অন্যান্য আসবাবপত্র ভেঙে অন্তত আরো ১ লাখ টাকার ক্ষতি সাধন করেছে।দোকানে থাকা সিসি ক্যামেরার তার গুলি ছিড়ে ফেলেছে।আমাদের মার্কেটে নাইটগার্ড নাই।
এ প্রসঙ্গে, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, খবর পেয়ে (ইভা সাইকেল ষ্টোর) ঘটনাস্থল পরির্দশন করেছি।চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পুলিশ কাজ করছে।চোরদের গ্রেফতারের চেষ্টা পুলিশ তৎপর রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।