স্টাফ রিপোর্টার।। জাতীয় সংসদ নির্বাচনের পরপরই সারাদেশ ব্যাপী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইছে, জাতীয় সংসদ নির্বাচনে তরুন নেতৃত্বের জয়গান ছিল সর্বাধিক। উপজেলা পরিষদ নির্বাচন জুরেও তরুনদের জনপ্রিয়তার কমতি নেই।
৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত গোয়ালন্দ উপজেলা।রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী রয়েছে একাধিক।এদের মধ্যে থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলিয় অবহেলিত কর্মিদের সুখে দুঃখে সব সময় পাশে থেকে ও সাংগঠকি মিছিল-মিটিংএ সাধ্যমত সার্বিক সহযোগিতা করে তরুন নেতা হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন- গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মন্ডল। শুধুই কি তাই ? সাধারন মানুষের জন্যও থাকে তার দুয়ার খোলা।
তিনি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিষ্ঠার সাথে গোয়ালন্দ উপজেলায় সার্বিক দায়িত্ব ও কর্তব্য পালনের মধ্যোদিয়ে অগ্রনি ভুমিকা পালন করেছেন এই তরুন নেতা।রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর স্নেহের ও মূলসোতধারার রাজনীতির সাথে রয়েছেন তিনি।এ ছাড়াও, তিনি ১/১ ‘র রাজপথে পরীক্ষিত সৈনিক হিসেবে কাজ করেছিলেন। সে কারনে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই তরুন নেতা নজরুল ইসলাম মন্ডলকে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চায় গোয়ালন্দবাসী।
এ বিষয়ে, গোয়ালন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাধারণ কর্মিরা বলেন- আমাদের সুখে দুঃখে সব সময় যাকে আমরা কাছে পাই, সে হলো আমাদের নজরুল ইসলাম মন্ডল ভাই।দিন-রাত নজরু মন্ডল আমাদের জন্য তার দরজা খুলে রেখেছে এবং আমাদের সাংগঠকি মিছিল-মিটিংএ সার্বিক সহযোগিতা করেন।গোয়ালন্দবাসী আরো বলেছেন- আমাদের দীর্ঘ দিনের কাঙ্ক্ষিত নেতাই হলো এই নজরুল ইসলাম মন্ডল।
মাঠ জরিপে পাওয়া যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গোয়ালন্দ উপজেলা এলাকায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বঙ্গবন্ধু আদর্শে উজ্জীবিত গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মন্ডল।
গোয়ালন্দ উপজেলার সাধারণ জনগণ জানান- সুখে দুঃখে সব সময় নজরুল ইসলাম মন্ডলকে আমরা কাছে পেয়েছি।দিন-রাত নজরু মন্ডল আমাদের জন্য তার দরজা খুলে রাখে।আমাদের দীর্ঘ দিনের কাঙ্ক্ষিত নেতাই হলো নজরুল ইসলাম মন্ডল।তাকে আমরা গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চাই।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।