রাজবাড়ীতে SRDLএর কার্যক্রম পরিচালনায় সহযোগীতা করবেন গোয়ালন্দের ইউএনও
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ ,৩০ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ১১:০৬ অপরাহ্ণ ,৩০ জানুয়ারি, ২০১৯
উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। গোয়ালন্দ উপজেলার “শেখ রাসেল ডিজিটাল ল্যাব”(SRDL) এর কার্যক্রম পরিচালনার জন্য রাজবাড়ী জেলা সমন্বয়ক এস.এম. রিয়াজুল করিম কে সার্বিক সহযোগীতার আশ্বাস দিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু “শেখ রাসেল ডিজিটাল ল্যাব”এর রাজবাড়ী জেলা সমন্বয়ক এস.এম. রিয়াজুল করিম’কে গোয়ালন্দ উপজেলার সকল সরকারী / বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা ও কারিগড়ি শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিত শিক্ষকগণের সাথে পরিচয় করিয়ে দিলেন।
গোয়ালন্দ উপজেলা এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা কেন্দ্র কমিটির আয়োজনে ৩০শে জানুয়ারী-১৯ বুধবার বিকাল ৩.টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আসন্ন এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা-২০১৯ উপলক্ষে গোয়ালন্দ উপজেলার কক্ষ পরিদর্শকদের সাথে এক মতবিনিময় সভায় পারস্পারিক পরিচয় করিয়ে দেন।
পরে, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু এসময় রিয়াজুল করিম কে “শেখ রাসেল ডিজিটাল ল্যাব”এর কার্যবিরনী সম্পর্কে জানতে চেয়ে উপস্থিত সকলকে অবগত করতে বলেন।
এ সময়, “শেখ রাসেল ডিজিটাল ল্যাব”এর কার্যবিরনী সম্পর্কে এস.এম. রিয়াজুল করিম বলেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ গড়ার।এই ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে দেশের সবাইকে ইন্টারনেট চালানো জানতে হবে, কম্পিউটার শিখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় স্থাপিত ল্যাবগুলোর কার্যকারিতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে (জেলা সমন্বয়কারী) আমরা কাজ করে থাকি।
তিনি আরো বলেন, আমাদের কাজে হচ্ছে- অনলাইনে শেখ রাসেল ডিজিটাল ল্যাব (SRDL) এর সার্ভারে শিক্ষার্থীদের ভর্তি গ্রহন, সেন্ট্রাল মনোনিত বিভিন্ন কোর্স প্রদান করা, ট্রেইনিং মনিটরিং করা, অনলাইনে প্রশ্ন প্রদান ও শিক্ষার্থীদের পরিক্ষা গ্রহন করা, সার্টিফিকেট প্রদান করা, নিয়মিত মাসিক আইসিটি মিটিং করা, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য ও ভিডও ল্যাবের প্রজেক্টরে প্রদর্শন করাসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা।
রিয়াজুল করিমের বক্তৃতার পরিপ্রেক্ষিতে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু এ সময় বলেন- আপনি, গোয়ালন্দ উপজেলার “শেখ রাসেল ডিজিটাল ল্যাব”এর কার্যক্রম শুরু করেন আমি আপনাকে সার্বিক সহযোগীতা দেব।কোন সমস্যা হলে আমাকে জানাবেন।
এ সভায়, আঞ্জুমান-ই-কাদেরীয়া মাদরাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আনিসুর রহমান, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু নাছের সহ গোয়ালন্দ উপজেলার সকল সরকারী / বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা ও কারিগড়ি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।