রাজবাড়ী সরঃ বাঃ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ ,২৬ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ৯:৩৯ অপরাহ্ণ ,২৬ জানুয়ারি, ২০১৯
কবির হোসেন-স্টাফ রিপোর্টার।। রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাজবাড়ী -১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে বিদ্যালয়ের ছাত্রীরা।
পরে অনুষ্ঠিত আলোচনাসভায, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী -১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।এ সময় আরো বক্তৃতা করেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আজিজা খানম, জেলা আওয়ামিলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক আব্দুল হামিদ খান।
বক্তারা, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।শিক্ষার্থীদের নৃত্য ও গান উপভোগ করেন অতিথিরা। প্রধান অতিথি তার কন্ঠে একটি গান পরিবেশণ করেন।