জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন রাজবাড়ী জেলা প্রশাসক
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ ,২৪ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ১১:৪৪ পূর্বাহ্ণ ,২৬ জানুয়ারি, ২০১৯
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ ,২৪ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ১১:৪৪ পূর্বাহ্ণ ,২৬ জানুয়ারি, ২০১৯
উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন.এমপি কে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানালেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
প্রতিমন্ত্রী ২৪শে জানুয়ারি-১৯ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে মেহেরপুর যাওয়ার সময় দৌলতদিয়া ফেরিঘাটে এসে পৌছালে রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানান।
পরে, সেখান থেকে দৌলতদিয়া রেস্ট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের একটি দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেনে।এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, অতিরিক্ত ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ রাকিব খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক প্রতিমন্ত্রীকে পদ্মাকন্যা রাজবাড়ী নামের জেলা ব্র্যান্ডিংবুক ও লোগো সম্বলিত মগ উপহার দেন।