আজ : বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুরে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান;কারাদন্ড ও অর্থদন্ড প্রদান


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ ,২৪ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ১১:২১ অপরাহ্ণ ,২৪ জানুয়ারি, ২০১৯
মাদারীপুরে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান;কারাদন্ড ও অর্থদন্ড প্রদান

স্টাফ রিপোর্টার।। র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প ও মাদারীপুর জেলা প্রশাসন এবং সিভিল সার্জন অফিস এর যৌথ আভিযানিক দল ২৩শে জানুয়ারি-১৯ বুধবার সকাল সাড়ে ১১.টা হতে দুপুর দেড়টা পর্যন্ত মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট এলাকায় অবস্থিত সিটি হাসপাতাল, ইউএস মডেল হাসপাতাল এবং রোকেয়া প্রাইভেট হাসপাতাল এন্ড মলি ডায়াগনষ্টিক সেন্টার সমূহে অভিযান পরিচালনা করে- অনুমোদন বিহীনভাবে প্রাইভেট হাসপাতাল পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদান ও অব্যবস্থাপনার কারনে উক্ত হাসপাতালের স্বত্বাধিকারীগণকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এ সময়, বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারনে ইউএস মডেল হাসপাতালের স্বত্বাধিকারী ১। সৈয়দ মোঃ জুয়েল, পিতাঃ মৃত সৈয়দ মাজেদ আলী, সাং- লুনদী, থানাঃ রাজৈর, জেলাঃ মাদারীপুরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ১০,০০০/-টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসা প্রদান এবং প্রাইভেট হাসপাতাল পরিচালনার লাইসেন্স না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব ফারিহা তানজিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ল্যাবরেটরী (নিয়ন্ত্রন) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩(২) এর ধারা মোতাবেক সিটি হাসপাতাল এর স্বত্বাধিকারী

২। মোঃ রফিকুল ইসলাম(৪০), পিতাঃ মোঃ সোহরাব হোসেন, সাং-সারিস্তাবাদ, থানাঃ রাজৈর, জেলাঃ মাদারীপুকে ৩ মাসের বিনাশ্রম কারা দন্ড প্রদান করেন।

রোকেয়া প্রাইভেট হাসপাতাল এন্ড মলি ডায়াগনষ্টিক সেন্টার এর স্বত্বাধিকারী ৩। মোঃ মনিরুজ্জামান মিয়া (৫০), পিতাঃ মৃত জবেদ আলী মিয়া, সাং- টেকেরহাট, থানাঃ রাজৈর, জেলাঃ মাদারীপুরকে ৬মাসের বিনাশ্রম কারা দন্ড প্রদান করে।

এসময় র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন, সিভিল সার্জন মাদারীপুর এর প্রতিনিধি ডাঃ মোঃ এসএম খলিলুজ্জামান উপস্থিত ছিলেন।

Comments

comments