পাংশায় সড়ক দূর্ঘটনায় ১ শ্রমিকের মৃত্যু ও আহত ২
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ ,২২ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ৯:৩৪ অপরাহ্ণ ,২৩ জানুয়ারি, ২০১৯
উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। ইটভাঙ্গা যন্ত্র উল্টে আশিক প্রামানিক (৩০) নামের এক ইটভাঙ্গাঁ শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরো ২ জন।
২২শে জানুয়ারি-১৯ মঙ্গলবার সকাল ১০.টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মাছপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আশিক প্রামানিক কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মকছেদপুর গ্রামের শফিক প্রামানিকের ছেলে। আহতরা হলেন একই উপজেলার মালিগ্রামের হৃদয় ও সাগর। তারা সবাই ইট ভাংঙ্গার শ্রমিক।
পত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০.টার দিকে ইট ভাঙ্গার যন্ত্র যুক্ত গাড়ী যোগে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক দিয়ে রাজবাড়ীর পাংশায় আসছিল। তারা মাছপাড়া বাসষ্ট্যান্ডে এসে একটি ভ্যানের সাথে ধাক্কা দিলে ভ্যানটি দুমরে-মুচরে যায় এবং ইট ভাঙ্গার গাড়ীর এস্কেল ভেঙ্গে গাড়ীটি উল্টে যায়। এতে চাপা পড়ে আশিক ঘটনা স্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় হৃদয় ও সাগরকে পাংশা হাসপাতলে ভর্তি করা হয়েছে। পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পাংশা থানা পুলিশ এবং পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।