নির্যাতন বন্ধের দাবীতে রাজবাড়ীতে মাহেন্দ্র মালিক-চালকদের প্রতিবাদ সভা
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ ,১৬ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ৭:১৩ অপরাহ্ণ ,১৭ জানুয়ারি, ২০১৯
রাজবাড়ী প্রতিনিধি।। মহাসড়কে মাহেন্দ্র (থ্রি হুইলার) চলাচলে মালিক ও চালকদের উপর নির্যাতন বন্ধের দাবীতে প্রতিবাদ সভা করেছেরাজবাড়ী প্রতিনিধী।।মহাসড়কে মাহেন্দ্র (থ্রি হুইলার) চলাচলে মালিক ও চালকদের উপর নির্যাতন বন্ধের দাবীতে প্রতিবাদ সভা করেছে থ্রি হুইলার ও ইজিবাইক চালক সমিতি।
১৬ই জানুয়ারী-১৯ বুধবার সকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায়- রাজবাড়ী জেলার অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তৃতা করেন, অটো রিক্সা ও অটো টেম্পু মালিক সমিতির উপদেষ্টা মোঃ শাহিন খান, ফিরোজ আহাম্মেদ জুয়েল, আবু বক্কর সিদ্দিক, আকবার ফকির প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্ন, আবু তারেক বাবলু, বাবু মল্লিক, মোঃ মোহন আজিজ মোল্লা, আব্দুল্লাহ, শ্রমিক নেতা জাহাঙ্গীর, সাদেক আলী, আব্দুল খালেক, বাদল ফকির, আব্দুর রাজ্জাক, আটো শ্রমিকনেতা শাহিন, রিপন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ, বালিয়াকান্দি, পাংশা, কালুখালী আটো রিক্সা ও আটো টেম্পুর মালিক ও শ্রমিক ইজিবাইক মালিক ও চালকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় মহা সড়কে মাহেন্দ্র ও থ্রি হুইলার চলাচলের জোর দাবী জানান।
থ্রি হুইলার ও ইজিবাইক চালক সমিতি।