আড়াই ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ ,১২ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ২:৩৬ অপরাহ্ণ ,১২ জানুয়ারি, ২০১৯
গোয়ালন্দ থেকে মোঃ সোহাগ।। ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পূনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
১২ই জানুয়ারি-১৯ শনিবার সকাল সাড়ে ৯.টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে সকাল ৭.টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বিষয়টি জনতার মেইল.কম’কে নিশ্চিত করে জানান যে, ভোর থেকে পদ্মা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু হয়। সকাল ৭.টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে ফেরির মাকিং বাতির আলো অস্পষ্ট হয়ে গেলে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে সকাল সাড়ে ৯.টার দিকে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
ব্যস্ততম এ নৌরুটে দীর্ঘ আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় প্রায় দুই শতাধিক যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। যাত্রী দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ছোট গাড়ি ও জরুরি পণ্যবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করা হবে বলেও জানান তিনি।