পাংশা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; তদন্ত করলেন কমিশনার
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ ,১০ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ১০:৪১ অপরাহ্ণ ,১০ জানুয়ারি, ২০১৯
স্টাফ রিপোর্টার-উজ্জল চক্রবর্ত্তী।। রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্ত করলেন ঢাকা বিভাগীয় কমিশনার কে.এম আলী আজম।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী বিভিন্ন অনিয়ম তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে এ তদন্ত করা হয়।
১০ জানুয়ারী-১৯ বৃহস্পতিবার বিভাগীয় কমিশার পাংশা উপজেলা পরিষদ চত্বরে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) সাদীয়া শাহনাজ খানম। পরে উপজেলা পরিষদ, পৌরসভা, পাংশা এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার, মাছ বাজার পরিদর্শন করেন তিনি।
বিভাগীয় কমিশনার কে.এম আলী আজম সাংবাদিকদের বলেন, আমি বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছি সেই সাথে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের বিষয়টি তদন্ত করেছি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত রির্পোট পেশ করা হবে।
এয়াকাবু আলী স্মৃতি পাঠাগার পরিদর্শনে গিয়ে ১লক্ষ টাক অনুদান প্রদানের ঘোষনা দেন বিভাগীয় কমিশনার। এসময় পাঠাগারের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার, পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহাব তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পাংশা পৌরসভা চত্বরে পৌছালে পৌর মেয়র আব্দুল আল মাসুদ সকল কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ন সচিব) এম.ইদ্রিস সিদ্দিক, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী উপস্থিত ছিলেন।