কোতয়ালী হতে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ ,৯ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ৭:২৯ অপরাহ্ণ ,৯ জানুয়ারি, ২০১৯
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ ,৯ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ৭:২৯ অপরাহ্ণ ,৯ জানুয়ারি, ২০১৯
নিজস্ব প্রতিনিধি।। র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ৯ জানুয়ারি-১৯ বুধবার দুপুরে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মৃগী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৪৯ পিস ইয়াবাসহ মোঃ নিয়ামত মোল্লা (৩৬) নামের এক মাদক ব্যাবসায়ীকে হাতে নাতে আটক করেছে।
আটককৃত ব্যাক্তি, ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার মহারাজপুর গ্রামের মোঃ শাহিদ মোল্লার ছেলে।
ফরিদপুর র্যাব জনতার মেইল.কম-কে জানায়, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।