সোহাগ-গোয়ালন্দ সংবাদদাতা।। দৌলতদিয়া ঘাট এলাকায় ২ টি টাকি মাছের দাম ২ হাজার ৬০০ টাকা! শুনে অবাক হলেও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এই দামেই মাছ দুটি বিক্রি হয়েছে।
পরে জেলেদের কাছ থেকে মাছ দু’টি সাড়ে ৬০০ টাকা কেজি দরে ২ হাজার ৬০০শ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের বাসিন্দা তোফাজ্জেল হোসেন তপু।
তোফাজ্জেল হোসেন তপু জানান, ফেরিঘাট এলাকার একটি পুকুর থেকে সাইদুল নামে এক জেলে টাকি ধরে বাজারে বিক্রি করতে এনেছিল।টাকি মাছ দু’টির ওজন হয় প্রায় ৪ কেজি।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।