রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীতে সুমন মল্লিক (৩২) নামে এক বালু ব্যাবসায়ীকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে মিলন খন্দকার নামে এক সন্ত্রসী। এ ঘটনায় হামলাকারী মিলন খন্দকার কে আটক করেছে সদর থানা পুলিশ।
৭ জানুয়ারী-১৯ সোমবার দুপুর ১.টার দিকে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
গুরত্বর জখমকৃত বালু ব্যাবসায়ী সুমন- জেলা সদরের ২৮ কলোনী এলাকার তমিজদ্দিন মল্লিকের ছেলে। এবং হামলাকারী মিলন খন্দকার হচ্ছে জেলা শহরের বিনোদপুর গ্রামের রোস্তম খন্দকারের ছেলে এবং সাংবাদিক মজনুর ভাই।
গুরত্বর জখম অবস্থায় আহত সুমন কে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্ত্যবরত চিকিৎসক ডাঃ নাহিদ রায়হান জানান, রোগীর মুখ মন্ডল, গলা, হাত, পিঠে ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে। অবস্থা আসঙ্কাজনক দেখে তার উন্নত চিকিৎসার লক্ষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে রাজবাড়ী সদর থানার এসআই মোঃ মেজবা উদ্দিন সেখ জানান, হামলাকারী মিলন কে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তি আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন। পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
নাম প্রকাশে অনেচ্ছুক ব্যাক্তিরা জানান, মিলন একজন সন্ত্রাসী, ইতিপূর্বে অনেককেই কুপিয়েছে, ওর বিরুদ্ধে একটা হত্যা মামলাও হয়েছিল। এই মিলন যারতার সাথে খারাপ আচরন করে থাকে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।