গোয়ালন্দ সংবাদদাতা।। রাজবাড়ীর দৌলতদিয়া পতিতা পল্লীতে নিলা (২৫) নামে এক যৌনকর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে।নিলা ওই পতিতা পল্লীর শম্পা বাড়ীওয়ালীর ঘরের বাসিন্দা।
জানাগেছে, ৬ জানুয়ারী-১৯ রবিবার রাত সাড়ে ৭.টার দিকে খরিদ্দার সেজে অজ্ঞাত দূর্বৃত্ত ওই যৌনকর্মীর ঘরে প্রবেশ করে। এর কিছু সময় পর ওই ঘরে গলাকাটা অবস্থায় সেখানকার বাসিন্দারা নিলাকে দেখতে পান। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেয়া হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফি জানান, লাশটি উদ্ধার করার পাশাপাশি ঘটনাস্থল থেকে ঘাতকের ব্যবহৃত ছোড়া উদ্ধার করা হয়েছে। ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।