আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সংরক্ষিত মহিলা আসন নিয়ে আওয়ামী লীগের ভাবনা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ ,৫ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ১০:০৪ অপরাহ্ণ ,৫ জানুয়ারি, ২০১৯
সংরক্ষিত মহিলা আসন নিয়ে আওয়ামী লীগের ভাবনা

নিউজ ডেস্ক।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নব-নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বৃহস্পতিবার। নতুন সরকার যাত্রা শুরু করবে সোমবার। এর মধ্যেই সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন নিয়ে তোড়জোড় শুরু করেছে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন। সংসদের প্রথম অধিবেশনেই সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের যোগদান নিশ্চিত করতে চায় দলটি।

এ বিষয়ে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্রে জানাযায় যে, ‘সংরক্ষিত মহিলা আসনে যোগ্যতম ও নতুন প্রার্থী অনুসন্ধান করা হচ্ছে। যারা দলের ও সরকারের দুর্দিনে ত্যাগ স্বীকার করেছেন, বিভিন্ন কাজে অবদান রেখেছেন, দলের ও দলের সহযোগী সংগঠনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন- এমন জনপ্রিয় নেত্রীরা আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। সভানেত্রী (শেখ হাসিনা) এমন গুণসম্পন্ন প্রার্থীর তালিকা তৈরি করছেন।’

আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা  জানান, দশম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য, সাবেক ছাত্রনেত্রী, শিক্ষক, উদ্যোক্তা, অভিনেত্রী, শিল্পী, ব্যবসায়ী, দলের জন্য নিবেদিত অন্যান্য কর্মী বিশেষ করে মহিলা লীগ, যুব মহিলা লীগ নেত্রীদের মধ্য থেকে নাম সংগ্রহ করছে আওয়ামী লীগ।

দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে বেশ কিছু নাম তার খসড়া তালিকায় টুকে রেখেছেন। সবকিছু ঠিক থাকলে তফসিল ঘোষণার পরপরই পূর্ণ তালিকা ঘোষণা করবে আওয়ামী লীগ।

আরো জানাযায় ‘দলীয় সভাপতির ঘোষণা অনুযায়ী দশম সংসদে যেসব জেলা সংরক্ষিত এমপি বঞ্চিত হয়েছে, সেসব জেলা থেকে অগ্রাধিকারভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেই আমরা দল মনোনীত প্রার্থী ঘোষণা করব।’

আওয়ামী লীগের নীতিনির্ধারক সূত্রে জানা যায়, দশম সংসদে সংরক্ষিত আসনে থাকা ৪২ এমপির অধিকাংশই এবার বাদ পড়ছেন। জেলা কোটা সমন্বয় করতে গিয়ে তারা বাদ পড়বেন। এ কারণে বিগত ৫ বছরে দক্ষতা দেখালেও থাকতে পারছেন না অনেকে।

তবে সংসদকে মাতিয়ে রাখতে পারেন, বক্তৃতায় পটু, টক-শোতে জোরালো অবস্থান রয়েছে- এমন কয়েকজন বর্তমান নারী এমপি পুনরায় থাকছেন। এদের মধ্যে তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম, মাহজাবিন খালেদ, সাবিনা আক্তার তুহিন, সানজিদা খানম, নিলুফার জাফর উল্লাহ, অ্যাডভোকেট নাভানা আক্তার, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, ফজিলাতুন্নেছা বাপ্পি, নূর জাহান বেগম মুক্তা অন্যতম।

নতুনদের মধ্যে যারা এগিয়ে আছেন তারা হলেন- আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য উপকমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. সাঈদা শওকত জেনি, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা ক্রিক, যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন রোসানা, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার। বরিশালের জেবুন্নেছা আফরোজ, ময়মনসিংহের মনিরা সুলতানা, গোপালগঞ্জের আরিফা আকতার রুমা ও শেখ মিলি, নীলফামারীর অ্যাড. তুরিন আফরোজ, মৌলভীবাজারের সায়রা মহসিন, কুষ্টিয়ার সুলতানা তরুণ, চট্টগ্রামের চেমন আরা তৈয়ব অন্যতম এবং ঢাকার আসমা জরিন ঝুমু।

এছাড়াও বিশিষ্ট নাট্যাভিনেত্রী শমী কায়সার, জ্যোতিকা জ্যোতি, রোকেয়া প্রাচী, চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী ও অরুণা বিশ্বাসও রয়েছেন আলোচনায়। এর বাইরে আরও ২৫ জেলায় স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত নারীনেত্রীর নাম সন্ধান করছে ক্ষমতাসীন দলটি।

সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন নিয়ে সংবিধানে স্পষ্ট বলা আছে- ‘নির্বাচন কমিশন সংসদের কোনো সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ হইতে পরবর্তী নব্বই দিনের মধ্যে সংবিধানের ৬৫ অনুচ্ছেদের (৩) দফার অধীন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন সম্পন্ন করিবে এবং এ লক্ষ্যে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের তারিখ এবং ভোট গ্রহণের স্থান ও তারিখ নির্ধারণপূর্বক নির্বাচনী তফসিল ঘোষণা করিবে।’

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন নিয়ে কালক্ষেপণ করবে না তারা। দ্রুতই তফসিল ঘোষণা করবে ইসি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২ নারী ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১৯ জনই ক্ষমতাসীন দলটির। জাতীয় পার্টি থেকে দুজন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে একজন নির্বাচিত হয়েছেন। দশম জাতীয় সংসদে সরাসরি নারী এমপি ছিলেন ২৩ জন।

Comments

comments