আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশ ও দেশের মানুষকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে-আইজিপি


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ ,৪ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ৯:৪৯ অপরাহ্ণ ,৫ জানুয়ারি, ২০১৯
দেশ ও দেশের মানুষকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে-আইজিপি

নিউজ ডেস্ক।।মানবিক মূল্যবোধ ও নৈতিক চরিত্র গঠনের জন্য শুধু পাঠ্যবই পড়লেই হবে না। দেশকে জানতে হবে, দেশের মানুষকে জানতে হবে।দেশকে ও দেশের মানুষকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে।

শুক্রবার রাজধানীর মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদর প্রতি আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এই মন্তব্য করেন।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানদের দিকে খেয়াল রাখবেন এবং তাদের পেছনে সময় দেবেন।

এসময় পুলিশ প্রধান আরো বলেন, ‘মাদক দেশ ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এখন মাদকের বিরুদ্ধে যুদ্ধ করছি। মাদক ও জঙ্গিবাদ থেকে নিজেকে এবং সমাজকে মুক্ত রাখার শপথ নিতে হবে।’

অনুষ্ঠানে শহীদ পুলিশ স্মৃতি কলেজের পরিচালক সৈয়দ মনিরুল ইসলাম সভাপতিত্ব করেন। কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন। আইজিপি কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Comments

comments