আজ : বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পলিথিনসহ ৩ জন আটক: অতপর কারাদন্ড প্রদান


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ ,৩ জানুয়ারি, ২০১৯ | আপডেট: ৬:৩৮ অপরাহ্ণ ,৪ জানুয়ারি, ২০১৯
পলিথিনসহ ৩ জন আটক: অতপর কারাদন্ড প্রদান

নিজস্ব প্রতিনিধি।। সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৫,০০০ (পাঁচ হাজার) কেজি পলিথিন সহ ৩ ব্যাবসায়ীকে আটক করেছে ‌র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান।

৩ জানুয়ারী-১৯ বৃহস্পতিবার দুপুরের দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড়স্থ উপজেলা মসজিদ মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে তাদের কে আটক করা হয়।

আটককৃতরা হলো, ১। মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীপুর গ্রামের আবু তাহের কাজীর ছেলে মোঃ জাহাঙ্গীর কাজী (২৫), ২। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার  মাইজকান্দি গ্রামের মৃত বাকা শেখের ছেলে মোঃ কামরুল ইসলাম (৩৫), ৩। কোতয়ালী উপজেলার বারভাগীয়া গ্রামের আঃ লতিফ শেখের ছেলে মোঃ তারেকুল ইসলাম (৩০)।

আটককৃত ব্যক্তিদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হাসান মোঃ হাফিজুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর এবং রিফাত আরা মৌরি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় ফরিদপুরদ্বয় এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবু সাঈদের উপস্থিতিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সালের ১৫ ধারার ৪ (খ) উপধারা মোতাবেক ১। মোঃ জাহাঙ্গীর কাজী (২৫) কে ৬ মাস, ২। মোঃ কামরুল ইসলাম (৩৫) কে ১০ দিন এবং ৩। মোঃ তারেকুল ইসলাম (৩০) কে ১০ দিন করে কারাদন্ড প্রদান করেন। জব্দকৃত পলিথিন সমূহ নিয়ম অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়। বর্ণিত সাজাপ্রাপ্ত আসামীদেরকে ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Comments

comments