২লাখ ২৯হাজার ৪১৬ ভোট বেশি পেয়ে বিজয়ী শেখ হাসিনা: গোপালগঞ্জ-৩
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ ,৩১ ডিসেম্বর, ২০১৮ | আপডেট: ৯:৩০ অপরাহ্ণ ,১ জানুয়ারি, ২০১৯
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ ,৩১ ডিসেম্বর, ২০১৮ | আপডেট: ৯:৩০ অপরাহ্ণ ,১ জানুয়ারি, ২০১৯
বিশেষ প্রতিনিধি।। ৩০শে ডিসেম্বর-১৮ অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদিন ভোটগ্রহণ শেষে দেশের বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হয়েছে। গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন।
ভোটগণনা শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মোখলেসুর রহমান এ তথ্য জানান।
শেখ হাসিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এসএম জিলানী পেয়েছেন ১২৩ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পেয়েছেন ৭১ ভোট।
এদিকে, দলের নেতা কর্মীদের কোনও ধরনের আনন্দ মিছিল না করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে এই তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।