আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজেকে গণধর্ষণের অভিযোগ করলেন বরাটের নারী ইউপি সদস্য, ভর্তি আছে হাসপাতালে


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ ,২৭ ডিসেম্বর, ২০১৮ | আপডেট: ৭:৪৫ অপরাহ্ণ ,২৭ ডিসেম্বর, ২০১৮
নিজেকে গণধর্ষণের অভিযোগ করলেন বরাটের নারী ইউপি সদস্য, ভর্তি আছে হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি।। সাবেক এক নারী ইউপি সদস্যকে মাঠের মধ্যে দুর্বৃত্তরা গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

২৫শে ডিসেম্বর-১৮ মঙ্গলবার রাত ১০.টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের সাভার গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী জানান, আমি বরাট ইউপির সাবেক মহিলা মেম্বর (ওয়ার্ড নং-৪,৫,৬) হওয়ায় অনেকেই মাঝেমধ্যে আমার কাছে আসে।গত মঙ্গলবার রাত ১০.টার দিকে আমাদের এলাকার বাহার নামে এক যুবক আমার বাড়িতে গিয়ে ডাকে,  আমি ঘর থেকে বেরুতেই আরশাদ নামের আরেকজন লাঠি দিয়ে আমার শরীরে আঘাত করে। এরপর তারা আমাকে টেনে হিচরে বাড়ি থেকে দূরে একটি মাঠের ভেতরে নিয়ে যায়, সেখানে পরিতোষ নামে আরেকজন তাদের দলে যোগ । সেখানে আরশাদ, বাহার ও পরিতোষ এই ৩ জন মিলে পালাক্রমে আমাকে ধর্ষণ করে।

ধর্ষণ হওয়া ওই নারী আরো বলেন, এ ঘটনার পর বুধবার সকালে প্রথমে আমি আর্মি ক্যাম্পে যাই। সেখান থেকে তারা আমাকে ডিসির কাছে যাওয়ার পরামর্শ দেয়। আমি ডিসির কাছে গেলে তিনি এসপিকে ফোন করে বিষয়টি জানান।

রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলী আহসান তুহিন জানান, ধর্ষণের শিকার এক নারী বুধবার তাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে তিনি সুস্থ আছেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, ওই নারীকে থানায় মামলা করতে পরামর্শ দিয়েছি। রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। বিষয়টি তার জানা নেই।তবে খোঁজ নিয়ে দেখছেন বলে জানিয়েছেন।

সূত্রঃ বরিশাল টাইমস

Comments

comments