উজ্জল চক্রবর্ত্তী-রাজবাড়ী সংবাদদাদাতা।। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২২ শে ডিসেম্বর-১৮ শনিবার দুপুরে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালযের হলরুমে জেলার ৬৩৭ জন ভোট গ্রহনকারী কর্মকর্তাদের নিয়ে ভোট গ্রহন প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
ঢাকা নির্বাচন প্রশিক্ষন ইনষ্টিটিউট ও রাজবাড়ী নির্বাচন অফিসের আয়োজনে এ প্রশিক্ষন কর্মশালায় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন- রাজবাড়ী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি (বিপিএম)।
এ সময়, ফরিদপুর আঞ্চলিক নিরবাচন কমিশনার নুরুজ্জামান তালুকদার ,রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান, গোয়ালন্দ উপজেলা নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শওকত আলী তার দিকনির্দেশনামূলক বিক্তব্যে বলেন- আপনারা যারা দায়ীত্ব পেয়েছেন এই গুরুত্ব দায়িত্ব সতর্কতার সাথে পালন করবেন। সুষ্ঠভাবে এ নির্বাচন আপনাদের মাধ্যমেই সম্পন্ন হবে । আপনারা নির্বাচন কমিশনেরই অংশ, নির্বাচন কমিশনার এ দায়িত্ব যে কোন ভাবেই তুলেনিতে পারেন। এ নিরবাচনে আপনাদের ভূমিকা অনেক আপনারা নিতীমালা অনুসরন করে নির্বাচন সম্পন্ন করবেন। এ সময় পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- আগামী নিরবাচনে জনগন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করবে। উৎসবমুখর পরিবেশেই ভোটার রা ভোট দিতে আসবে । যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে। প্রশিক্ষনে সদর উপজেলার ১০২ জন সহ ৬৩৭ জন ভোট গ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষন নেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।