উজ্জল চক্রবর্ত্তি-রাজবাড়ী সংবাদদাতা।। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৪ই ডিসেম্বর শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সফিকুল আজম মামুন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. সফিকুল হোসেন প্রমুখ। আলোচনাসভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।