স্টাফ রিপোর্টার।। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ ইউসুফ আল-মামুন হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামী কাশেম বেপারী (৫২) কে গ্রেফতার করেছে র্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
১২ই নভেম্বর-১৮ বুধবার ভোরে ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলাধীন গোলডাঙ্গী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটককৃত কাশেম বেপারী- ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার গোলডাঙ্গী (ওসমান মাতুব্বর ডাঙ্গী) গ্রামের মৃত সিরাজ বেপারীর ছেলে। এবং তার বিরুদ্ধে ১২-১২-২০১৮ ইং তারিখে রজুকৃত কোতয়ালী থানার ১৯-নং মামলার আসামী।
আটককৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ১১-১২-১৮ইং তারিখ সন্ধ্যায় গোলডাঙ্গী বাজারে মাননীয় প্রধানমন্ত্রীকে কটুক্তি করাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ ও বিএনপি দলের মধ্যে কথা কাটাকাটি সহ একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ ইউসুফ আল-মামুন মারা যায়। এ সংক্রান্তে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।