রাজবাড়ী-১ আসনে নৌকা মার্কার গনসংযোগ শুরু
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ ,১০ ডিসেম্বর, ২০১৮ | আপডেট: ৯:৫৪ অপরাহ্ণ ,১১ ডিসেম্বর, ২০১৮
উজ্জল চক্র বর্ত্তী-রাজবাড়ী সংবাদদাতা।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর গনসংযোগ ও প্রচার প্রচারনা শুরু করেছেন রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
গন সংযোগ উপলক্ষে ১০ ই ডিসেম্বর-১৮ সোমবার সকাল ১০.টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জড়ো হন নেতা কর্মীরা এবং সাড়ে ১০.টার দিকে সেখান থেকে একটি নৌকার মিছিল বেড় হয়ে রাজবাড়ী বাজারের বিভিন্ন গলি ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলিয় অফিসে ফিরে আসে। মিছিল চলাকালীন- আলহাজ্ব কাজী কেরামত আলী বিভিন্ন মানুষের নিকট ভোট ও দোয়া চান এবং তার সহকর্মিরা লিফলেট বিতরনের মাধ্যমে গনসংযোগ করেন।
এ সময়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মোহাম্মদ উজির আলী, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের মীর মাহফুজা খাতুন মলিসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রচার-প্রচারনায়- উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে জয়যুক্ত করার আহব্বান জানান নেতা কর্মীরা।