উজ্জল চক্রবর্ত্তী-রাজবাড়ী সংবাদদাতা।। ১ টি ওয়ান শুটারগান সহ ১ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে রাজবাড়ীর পাংশা থানা পুলিশের একটি অভিযানিক দল।
৩রা ডিসেম্বর-১৮ সোমবার রাত অনুমানিক ৯.টার সময় পাংশা মডেল থানাধীন চর আফড়া সুইচ গেইট পূর্বপাড়া গ্রামস্থ ব্রীজের উপর হইতে তাকে গ্রেফতার করা হয়।
বিস্তারিত, এসআই মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ পাংশা থানা এলাকায় জরুরী (মোবাইল-৩) ডিউটি করাকালীন পাংশা মডেল থানাধীন চর আফড়া সুইচ গেইট পূর্বপাড়া গ্রামস্থ ব্রীজের উপর হইতে দেশীয় তৈরী ১ টিওয়ান শুটারগান সহ ১জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলো, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চর আফড়া (সুইচ গেইট) গ্রাম এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে মো: দুলাল হোসাইন (২৬)।
এ বিষয়ে, পাংশা থানায়একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।