নিজস্ব প্রতিনিধি।। র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ৩০ নভেম্বর-১৮ শুক্রবার দুপুর ১.টার দিকে মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলাধীন পুরাতন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মানব দেহের জন্য ক্ষতিকর ৪২১ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধসহ ৩ জন ব্যাবসায়ীকে আটক করেছে উক্ত ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
আটককৃতরা হলো, মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলার রাজারচর গ্রামের হরিচান মন্ডলের ছেলে রিপন মন্ডল (৩২), একই জেলা/উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মৃত আব্দুর রশিদ সর্দারের ছেলে মোঃ জাহাঙ্গীর সর্দার (৩০) ও একই জেলা/উপজেলার সবুজ বাগ গ্রামের মৃত ব্রজলাল রায় চৌধুরীর ছেলে বিশ্বজিৎ রায় চৌধুরী।
কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জনতার মেইলকে জানান, আটককৃত আসামীগণ পেশাদার নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ ব্যবসায়ী এবং দীর্ঘ দিন যাবৎ গোপনে নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ সামগ্রী বিভিন্ন এলাকায় বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। তারই পরিপ্রেক্ষিতে তাদেরকে আটক করা হয়।
উদ্ধারকৃত নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধসহ আটককৃত আসামীদেরকে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।