আজ : রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলায় কর্মরত ৮ পুলিশ অফিসার রদবদল


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ ,৫ এপ্রিল, ২০১৮ | আপডেট: ১:৫২ পূর্বাহ্ণ ,৫ এপ্রিল, ২০১৮
রাজবাড়ী জেলায় কর্মরত ৮ পুলিশ অফিসার রদবদল

বিশেষ প্রতিনিধি ।। রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা’র ১/৪/২০১৮ ইং তারিখে স্বাক্ষরিত এক অফিস আদেশের প্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশের কর্মরত ৮জন পুলিশ পরিদর্শক কর্মকর্তাকে রদবদল করা হয়েছে বলে পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানাগেছে ।
রদবদলকৃত পরিদর্শকদের মধ্যে রয়েছে, রাজবাড়ী সদর থানার পরিদর্শক(তদন্ত) মোঃ কামাল হোসেন ভূঁইয়াকে জেলা গোয়েন্দা শাখা ডিবি’র পরিদর্শক, পাংশা সার্কেল অফিসের পরিদর্শক(ক্রাইম) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরকে সদর থানার পরিদর্শক(তদন্ত), সদর সার্কেল অফিসের পরিদর্শক মোহাম্মদ আবুল কালাম ভূঞাকে বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত), বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) মোঃ জিয়ারুল ইসলামকে ডিবি’র পরিদর্শক, পুলিশ লাইন ওয়্যারের পরিদর্শক(নিরস্ত্র) মোঃ আক্তার হোসেন মিনাকে সদর সার্কেলের পরিদর্শক(ক্রাইম), গত ২২শে মার্চ জেলা পুলিশে যোগদানকৃত পরিদর্শক(নিরস্ত্র) মোঃ শাখাওয়াত হোসেনকে পাংশা সার্কেল অফিসের পরিদর্শক(ক্রাইম), রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের শহর ও যানবাহন শাখার পরিদর্শক (প্রশাসন ও অর্থ) সৈয়দ নাজমুল হুদাকে ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক এবং ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক এস.এম আসাদুজ্জামানকে পুলিশ সুপারের কার্যালয়ের শহর ও যানবাহন পরিদর্শক (প্রশাসন ও অর্থ) পদে বদলী করা হয়েছে ।

এ আদেশ সম্পর্কে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা বলেন, এ পুলিশ পরিদর্শকদের জনস্বার্থে বদলী করা হয়েছে । পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে ।

Comments

comments