আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ ,২৮ নভেম্বর, ২০১৮ | আপডেট: ১০:৪৭ অপরাহ্ণ ,৩০ নভেম্বর, ২০১৮
রাজবাড়ী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী

উজ্জল চক্রবর্ত্তী-রাজবাড়ী সংবাদদাতা॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের ৪ বারের এমপি-শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ শওকত আলীর নিকট মনোনয়ন ফরম দাখিল করেছেন।

এবার দিয়ে তিনি নৌকার মনোয়ন পেলেন ৬ বার, তার মধ্যে নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন ৪ বার, বহুল জনপ্রিয়তা থাকায় এবারেও রাজবাড়ী-১ আসনে আবারো মনোনয়ন পেয়েছেন।

২৮শে নভেম্বর-১৮ বুধবার দুপুর পৌনে ২.টায় জেলা প্রশাসকের কার্য়ালযে এসে এ মনোনয়ন ফরম জমা দেন।

এসময়, তারসাথে জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, জেলা যুব মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মীর মাহফুজা খাতুন মলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ সফিকুল হোসেন সফি, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা আওয়ামীলীগ,সড়ক পরিবহন শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা অফিসের নিচে উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, আওয়ামীগ উন্নয়নে বিশ্বাস করে। আওয়ামীলীগ সরকার যে উন্নয়ন করেছে তা দৃশ্যমান। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জনগণ আমাকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করবেন বলে আশা করি।

Comments

comments