আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জিল্লুল হাকিম মনোনয়নপত্র দাখিল করলেন কালুখালীতে


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ ,২৮ নভেম্বর, ২০১৮ | আপডেট: ৯:৪৪ অপরাহ্ণ ,২৮ নভেম্বর, ২০১৮
রাজবাড়ী-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জিল্লুল হাকিম মনোনয়নপত্র দাখিল করলেন কালুখালীতে

রাকিবুল ইসলাম-কালুখালী সংবাদদাতা॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের ৩ বারের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কামরুন নাহারের নিকট মনোনয়ন ফরম দাখিল করেছেন।

২৮শে নভেম্বর-১৮ বুধবার বিকাল ৩.টায় কালুখালী উপজেলায় এসে এ মনোনয়ন ফরম জমা দেন।

জমাদানকালে, কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সামছুল আলম, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল মোর্শেদ আরুজ, সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের আলাপকালে তিনি বলেন, আওয়ামীগ উন্নয়নে বিশ্বাস করে। আওয়ামীলীগ সরকার যে উন্নয়ন করেছে তা দৃশ্যমান। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জনগণ আমাকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করবেন বলে আশা করি।

Comments

comments