রাকিবুল ইসলাম-কালুখালী সংবাদদাতা॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী লায়ন এ্যাড. আব্দুর রাজ্জাক খান কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কামরুন নাহারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন।
২৮শে নভেম্বর-১৮ বিকেল সাড়ে ৪.টায় বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব মোসলেম উদ্দিন মিয়া, যুগ্ম আহবায়ক শাহজাহান আলী মাস্টার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহাদত হোসেন সাইফুল, জিয়াউর রহমান জিরু, ছাত্রদল নেতা জাবিউল্লাহ খান জাবের উপস্থিত ছিলেন।
জমাদান শেষে উপজেলা চত্ত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত আছি। কেন্দ্রের নির্দেশ মোতাবেক বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম, মিছিল, মিটিং করেছি। সে কারণে দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আশা করি জনগনের দোয়া ও সমর্থন থাকলে এ আসন দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে উপহার দিতে পারবো। আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে মুক্ত করে আনতে হবে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।