গোয়ালন্দে প্রধান মন্ত্রীর এপিএস শিখরকে ফুলের শুভেচ্ছা প্রদান
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ ,২৬ নভেম্বর, ২০১৮ | আপডেট: ১১:২৫ পূর্বাহ্ণ ,২৭ নভেম্বর, ২০১৮
গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা।। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত মাগুড়া-১ আসনের এমপি পদ প্রাথী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরকে ফুলেল শুভেচ্ছা জানানো হলো।এ সময় সাথে ছিলেন মাগুড়া শ্রীপুর থেকে আগত মিয়া নজরুল ইসলাম।
গোয়ালন্দ উপজেলা যুবলীগের উদ্দ্যোগে ২৬শে নভেম্বর-১৮ সোমবার উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ইউনুস মোল্লা ও সাধারণ-সম্পাদক নজরুল ইসলাম মন্ডলের নেতৃত্বে তিনি ঢাকা থেকে মাগুরা যাওয়ার পথে দৌলতদিয়া ঘাটে তাকে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এ্যাড. সাইফুজ্জামান শিখর দৌলতদিয়া ২নং ফেরীঘাটে অবস্থান কালে তিনি তার বক্তব্যে বলেন- নৌকা কে জেতানোর জন্য আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে, ইনশাল্লাহ আগামীতে আবারো শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার করুন এবং নৌকা প্রতীকে ভোট দিন। সবশেষে এ্যাড.সাইফুজ্জামান শিখর সকলের নিকট দোয়া চান এবং নৌকা প্রতীকে ভোট চেয়ে মাগুড়ায় উদ্দেশ্যে রওনা দেন।
এই সময়, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হুমায়ন কবির পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ নাসিরউদ্দিন (রনি), উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, দেবগ্রাম ইউনিয়নের যুব-লীগের সভাপতি এস.এম. সিরাজুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক আলাউদ্দিনসহ জেলা পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।